এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা পাপিয়া সুলতানাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা তৌহিদুল করিম কল্লোল।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও মুরইল ইউপি সদস্য তবিবর রহমান তবি, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, প্রদীপ চন্দ্র প্রামানিক, উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মুরইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোবাইয়াত হাসান বাদল, সাবেক ছাত্রনেতা ফজলুল করিম হিল্লোল, ছহির উদ্দিন মিঠু, যুবলীগ নেতা আব্দুল হামিদ প্রমূখ।