
নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় প্রধানমন্ত্রীর পুনবার্সন সহায়তা প্রকল্পের আওতায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৫৫টি পরিবারের মাঝে ২৮ লাখ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে। তন্মধ্যে ৫টি পরিবারকে ৬০ হাজার টাকা করে এবং ৫০টি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে চেক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমূখ।