নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
শুক্রবার (২২ জুলাই) বগুড়ার ধুনট উপজেলায় আসছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
এই দিন প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ধুনট থিয়েটারের তিন যুগ পূর্তি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এছাড়া একই দিবস উপলক্ষে পরদিন ২৩ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।
আগামী ২৪ জুলাই একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-সেবা)।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের তত্বাবধায়নে এই সব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধুনট থিয়েটারের সভাপতি ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।