নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক মশিউর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে মশিউর রহমান জানান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী শান্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ধুনট উপজেলা শাখা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হল।