নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান।