নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকেলে ধুনট উপজেলার বিশ^হরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামীলীগ নেতা বিল্পব হাসান, যুবলীগ নেতা রেজাউল করিম, শাহীন আলম, সুলতান নাসিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া হাবিব প্রমূখ।