বগুড়ার কাহালুতে একদিনেই গৃহবধুসহ দুইজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদেক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার কাহালুতে একদিনেই গৃহবধুসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো- কাহালু উপজেলার চকসুদাম কয়ারপাড়া গ্রামের মোজাফ্ফরের ছেলে মনিরুল ইসলাম (২১)। তিনি পেশায় তিনি রঙ মিস্ত্রি ছিলেন। মনিরুল মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত অন্যজন হলেন হাবিবা বেগম (২০)। তিনি ওই উপজেলার পানদিঘী গ্রামের রিপনের স্ত্রী।

মৃত মনিরুলের বাবা জানান, ‘রাতে খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে মনিরুল। সকালে ঘর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

লাশ উদ্ধারের সময় মনিরুলের গলার বামপাশে কালো দাগ দেখতে পান পুলিশ সদস্যরা। তবে মৃতের স্বজনরা জানিয়েছেন ওই দাগটি মনিরুলের জন্মগত। মনিরুল নেশাগ্রস্থ ছিলেন একারণে তার মৃত্যুর বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ তোলা হয়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। এদিন সকালে উপজেলার পানদিঘী গ্রাম থেকে গৃহবধূ হাবিবার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন হাবিবা। তিনি ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটটি পুলিশ নিয়ে যায়।

এব্যাপারে কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।