স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে আছিয়া বেগম (৪০) নামে এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধুর স্বামী জামাল মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার ছোট চিকাশী গ্রামের আব্দুস সোহরাবের ছেলে ডালু মিয়া ও নজরুল ইসলামের সাথে একই এলাকার মৃত: আব্বাস আলীর ছেলে জামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিলো।
ওই বিরোধের জের ধরে গত শুক্রবার সকাল ১১টায় প্রতিপক্ষ ডালু মিয়া ও তার লোকজন জামাল উদ্দিনের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন জামাল উদ্দিন ও তার স্ত্রী আছিয়া বেগম গালিগালাজের প্রতিবাদ করলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে গৃহবধু আছিয়া বেগম বেদম মারপিটে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।