নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের মৃত জালাল আকন্দের ছেলে রিপন মিয়া (৩৪) ও শহরাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রেজাউল (৪০)।
[quads id=2_widget]
গ্রেপ্তারকৃতদের মধ্যে রিপন মিয়াকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
[quads id=4]
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।