নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় পোলট্রি মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নিমগাছী ইউনিয়নের নাংলু পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু পশ্চিমপাড়া এলাকার টুকু জাইদার ছেলে।
[quads id=2_widget]
স্থানীয়সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে মামুন মিয়া তার বসতবাড়ির ভিতরে পোলট্রি মুরগির ফার্মে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।