নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
‘মানুষ মায়ার বাঁধন ছিঁড়তে চায় না। তবুও মায়ার বাঁধন ছিন্ন করে বিদায় দিতে হয়।’ তেমনিভাবে সহকর্মী ও শুভাকাঙ্খিদের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছেন বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানা ভবন চত্বরে তাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তবে বিদায় বেলায় বক্তব্য দিতে গিয়ে র্দীর্ঘ আড়াই বছরের স্মৃতিগাঁথা কথাগুলো বলতেই আবেগাল্পুত হয়ে পড়েন ধুনট থানার বিদায়ী ওসি কৃপা সিন্ধু বালা। এসময় নিজেও কাঁদলেন, অন্যদেরও কাঁদালেন।
ধুনট থানা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান এমএম তারেক হেলাল, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই মতিউর রহমান, এসআই রুহুল আমিন খান, এসআই অমিত বিশ্বাস, এসআই মঞ্জুর মোর্শেদ ও এসআই জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা গোপালগঞ্জ জেলার বাসিন্দা। ২০২০ সালের ১২ মার্চ তিনি নারায়নগঞ্জ ডিএসবি শাখা থেকে বগুড়ার ধুনট থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বগুড়া জেলার ১২টি থানার মধ্যে ৬টি বার ধুনট থানা শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এছাড়া মাদক উদ্ধার, শ্রেষ্ঠ ইনচার্জ, ওয়ারেন্ট তামিলসহ অসংখ্য বার ওসি কৃপা সিন্ধু বালা জেলা পুলিশের মাসিক সভায় পুরস্কৃত হয়েছেন।
ভিডিও প্রতিবেদন দেখুন ‘অনুসন্ধানবার্তা‘ ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন