নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে ধুনট মডেল প্রেসক্লাব ও যায়যায়দিন (জেজেডি) ফ্রেন্ডস ফোরাম।
রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানা ভবন চত্বরে তাকে এই সংবর্ধনা প্রদান করেন ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন সহ মডেল প্রেসক্লাবের সাংবাদিক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নেতৃবৃন্দ।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলাম, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই মতিউর রহমান, এসআই রুহুল আমিন খান, এসআই অমিত বিশ^াস, এসআই মঞ্জুর মোর্শেদ, এসআই জাহাঙ্গীর আলম ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক ফৌজিয়া হক বিথি।
এছাড়াও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক, সহ-সভাপতি ইমরান মুরাদ আনোয়ার, যুগ্ন সম্পাদক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব ফজলে রাব্বি শুভ, সাংবাদিক হেলাল উদ্দিন সরকার, জেজেডি ফ্রেন্ডস ফোরামের যুগ্ন আহবায়ক শাওন ইসলাম সুমন, সদস্য সৌরভ, রিকোসহ অন্যান্য সাংবাদিক ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।