নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় ৪র্থ দফায় মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আরো ২৮ ভূমিহীন পরিবার। সোমবার দুপুরে গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় সরকারি অর্থায়নে ভূমিহীনদের বাড়ি নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, দপ্তর সম্পাদক আফসার আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আ’লীগ নেতা সিরাজুল হক লিটন, বেলাল হোসেন, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
উল্লেখ্য, ৩য় ধাপ পর্যন্ত ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে ৩৭১টি ভূমিহীন পরিবারকে সরকারি অর্থায়নে পুনর্বাসন করা হয়েছে।