নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলায় শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন ধুনট থানার ডিএসবি’র এসআই সাইফুল ইসলাম এবং ধুনট থানার এএসআই আব্দুল আজিজ। গত আগস্ট মাসের কর্মদক্ষতার উপর ভিত্তিতে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) তাদেরকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মাননা স্মারক প্রদান করেন।
বগুড়া পুলিশ লাইন্সের মাসিক কল্যান সভায় সম্মাননা স্মারক প্রদানকালে জেলার বিভিন্ন থানা ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধুনট থানার ডিএসবি’র এসআই সাইফুল ইসলাম গোয়েন্দা তথ্য এবং এএসআই আব্দুল আজিজ ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাদেরকে এই সম্মাননা প্রদান করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)।