নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার অনুযায়ি গ্রাম হবে শহর। এই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা ধুনট ও শেরপুর উপজেলার একটি রাস্তাও কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে প্রতিটি কাঁচা রাস্তাই পাকাকরণ করা হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯টি জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামীলীগ নেতা রানাউল আমিন, জাহিদ হাসান বিল্পব, যুবলীগ নেতা রেজাউল করিম, সুলতান নাসিম, শাহীন আলম, ইউপি সদস্য মজনু মিয়া, মিন্টু মিয়া, সুজন প্রমূখ।