নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে মঙ্গলবার রাতে ধুনট উপজেলার জয়শিং সোনাহাটাপাড়া ও রুদ্রবাড়িয়া মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রকালে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
আরো পড়ুন- শেরপুরে আ’লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলা নিমগাছী ইউনিয়নের জয়শিং সোনাহাটাপাড়া এলাকার মৃত সামাদ প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া মধ্যপাড়া এলাকার মৃত আব্দুস সামাদ শেখের ছেলে আজমল (৫২)।
ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে শফিকুল ইসলামকে ১০০ গ্রাম গাঁজাসহ এবং আজমলকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।