এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার মহেষপুর গ্রামের রফিকুলের বাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে। বাল্য বিয়ের আয়োজন করায় বর সহ ৩ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন ৪র্থ শ্রেণীর ছাত্রী মিম আকতার (১৩)। বাল্য বিবাহ সম্পন্ন করণে কার্য সম্পাদন এর চেষ্টা করায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ভ্রাম্যমাণ আদালতে কাহালু সদর ইউনিয়নের কাজী ও উপজেলার আখুঞ্জা গ্রামের মৃত মহসিন আলীর পুত্র আব্দুল গফুর (৪৬) কে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বর নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের বেলাল মন্ডলের পুত্র মোমিন মন্ডল (৩০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের ফুফা কাহালু উপজেলার মহেষপুর গ্রামের মিয়াজান আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
এছাড়াও কনের ফুফু কাহালুর মহেষপুর গ্রামের রফিকুলের স্ত্রী খালেদা বেগমের ৪ হাজার টাকা, বরের দুলাভাই জাহাঙ্গীর আলমের ৩ হাজার টাকা, বরের দাদা আনিছুর রহমানের ৩ হাজার টাকা ও বরের বড় আব্বা সেকেন্দারের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কাহালু থানার এসআই গুলবাহার খাতুন, রেজাউল করিম, আল আমিন, এ এস আই প্রদীপ কুমার সাহা সহ আনসার ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।