নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ অক্টোবর) বিকালে জোড়খালি গ্রামে ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজির সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক মহসীন আলম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান।
আরো পড়ুন- ধুনট উপজেলা আ’লীগের সম্মেলনকে ঘিরে প্রার্থীদের ব্যাপক প্রচারণা
এছাড়া কর্মীসভায় ধুনট উপজেলা আওয়ামীলীগ, গোসাইবাড়ী ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।