নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
আরো পড়ুন- ধুনটে প্রয়াত আ’লীগ নেতা হাসান আলীর শোক সভা অনুষ্ঠিত
সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, ডেপুটি কমান্ডার গোলাম ওহাব, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, মোসলিম উদ্দিন, আজাহার আলী ভূইয়া, সাবেদ আলী, মোজাম্মেলন ও মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ।