আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ই অক্টোবর) কাজিপুর পৌরসভার অন্তর্গত বিয়াড়া চরপাড়া ও চর ভানুডাঙ্গা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বিয়াড়া চরপাড়া গ্রামের মৃত মনছের আলী আকন্দের ছেলে আব্দুল মজিদ (৪২) ও চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা মধ্যপাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে আকাশ আহম্মেদ (১৯)।
আরো পড়ুন- বগুড়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। রবিবার রাতে গোপন সংবাদের অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ আকাশ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।