ধুনটে মুয়াজ্জিনের জমির টমেটোর গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মসজিদের এক মুয়াজ্জিনের জমির টমেটোর গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই মুয়াজ্জিনের প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

জানাগেছে, ধুনট উপজেলার পরানপুর গ্রামের আব্বাস আলী আকন্দের ছেলে মসজিদের মুয়াজ্জিন জহুরুল ইসলাম প্রায় ২০ হাজার খরচ করে ১০ শতক জমিতে টমেটো চাষ করেছেন। বর্তমানে তার জমির টমেটো গাছে ফুল ও ফল ধরেছে। যা বিক্রির উপযোগি হয়েছে।

শুক্রবার বিকালে জহুরুল ইসলাম তিনি তার টমেটো ক্ষেত পরিচর্চা শেষে বাড়ি ফেরেন। পরদিন শনিবার সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখেন কে বা কারা তার সম্পূন্ন জমির টমেটো গাছ কেটে ফেলেছে।

কৃষক মুয়াজ্জিন জহুরুল ইসলাম জানান, চাষাবাদ করেই তিনি জীবন জীবিকা চালান। ২০ হাজার টাকা খরচ করে ১০ শতক জমিতে টমেটো চাষ করেছেন। কিন্তু কে বা কারা রাতের আঁধারে তার জমির সম্পূন্ন টমেটোর গাছ কেটে ফেলেছে। এতে তার প্রায় ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তাই এবিষয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

এবিষয়ে ধুনট থানার এএসআই আব্দুল আজিজ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।