বগুড়ার ভোট কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক

বগুড়া প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
বগুড়ার গাবতলী উপজেলার কামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আনারস প্রতীকের এজেন্টকে আটক করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা জানান, ব্যালোট বাহিরে সরবরাহের অভিযোগে প্রিজাইডিং অফিসার শাহজাহান হোসেন ও এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ইমদাদুল হককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এজেন্ট ইমদাদুল হককে এক মাসের সাজা প্রদান করা হয়।

এবিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান হোসেনের সহযোগিতায় আনারস প্রতীকের এজেন্ট চেয়ারম্যান প্রার্থীর ব্যালোট নিয়ে বাইরে আসে এবং ব্যালোটে সিল মারে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এজেন্ট ইমদাদুল হককে ব্যালোট পেপার, ব্যালোটের মুরি ও ৫০ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়। এছাড়া এঘটনায় প্রিজাইডিং অফিসার শাহজাহান হোসেনকেও আটক করা হয়।