নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক মহসীন আলম, শফিকুল ইসলাম চাঁন, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন।
আরো পড়ুন- বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ধুনট উপজেলা শাখার কমিটি গঠন
সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই শহিদুল ইসলাম, এসআই অমিত বিশ^াস, এসআই জাহাঙ্গীর আলম, এসআই মোস্তাফিজ আলম, এসআই আব্দুল মতিন, এসআই মঞ্জুর মোর্শেদ মন্ডল, এএসআই আবু তাহের প্রমূখ।