নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপুরে প্রতীমা বিসর্জনের প্রস্তুতির জন্য পূজা মন্ডপ থেকে প্রতিমা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে রুপম কর্মকার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে এই ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার পৌর শহরের পূবালী সংঘ পূজা মণ্ডপে।
নিহত রুপম কর্মকার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে।
শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, পূবালী সংঘ পূজা মন্ডপে প্রতীমা বিসর্জনের জন্য প্রতীমা নামানোর প্রস্তুতি চলছিল।
আরো পড়ুন- বগুড়ায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
এই সময় ওই পূজা মন্ডপে আলোকসজ্জার জন্য বৈদ্যুতিক তারে সংস্পর্শে আসলে রুপম কর্মকার বিদ্যুতায়িত হয়।
পরে মন্ডপে উপস্থিত স্থানীয় লোকজন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।