ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না…লিল্লাহে রাজিউন)। রবিবার দুপুর ১টার দিকে বার্ধক্য জনিত কারনে ধুনট সদরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দুই ছেলের মধ্যে বনি আমিন মিন্টু ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছোট ছেলে জাহাঙ্গী আলম পিন্টু ধুনট উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং নাতি মাইদুল ইসলাম রনি ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
আরো পড়ুন- রানি এলিজাবেথের মৃত্যু, নতুন রাজা হলেন চার্লস
এদিকে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার সহ দলীয় নেতৃবৃন্দ।
ভিডিও সংবাদ-