লালু ও কালু’র দাম হাকছেন ১৪ লাখ টাকা

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ব্যবসায়ী জাফিরুল ইসলাম জাফু শখের বশে গরু পালন করে আসছেন। তিনি এছরও ২টি ষাড় গরু পালন পালন করেছেন। গরু ২টির দাম হাকছেন ১৪ লাখ টাকা।

জানা যায়, উপজেলার নয়ানা মাঝপাড়া গ্রামের ব্যবসাী জাফিরুল ইসলাম জাফু সখের বসে প্রতি বছর গরু পালন পালন করে থাকেন। এবছর তিনি ৪টি গরু পালন পালন করেছে। এদের মধ্যে উল্লেখ যোগ্য শাহীওয়াল জাতের ষাড় লালু, হলিস্টিয়ান ফ্রিজিয়াম জাতের কালু। এবছর পবিত্র কুরবানী উপলক্ষে তার ২টি গরু প্রস্তুত রয়েছে।

ব্যবসায়ী জাফিরুল ইসলাম জাফু বলেন, লালুর দাম ৭ লাখ এবং কালুর দাম ৭ লাখ টাকায় তিনি এসব গরুগুলি বিক্রি করতে চান। এবছর গো খাদ্যের দাম বেশী। গরুগুলোকে প্রতিদিন ৬শত টাকার খাবার খাওয়াতে হচ্ছে। তিনি তার লালু ও কালুকে প্রতিদিন ৪ কেজি ভূষি, ১ কেজি খুদ, খৈল এর পাশাপাশি কাঁচা ঘাস খাওয়ান। গরুগুলো ক্রয় করতে ফোন করতে পারেন ০১৭১৫৯১৭৪৫৮ এই নম্বরে।