আল আমিন হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুর রশিদ সভাপতি এবং আজিজুল হক শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০ টা থেকে শাহজাদপুর সাব- রেজিস্ট্রি অফিসে ভোট গ্রহণ শুরু হয়ে ২ টায় শেষ হয়।
সমিতির মোট ৮৮ ভোটের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহবায়ক হিসেবে দ্বায়িত্ব প্রাপ্ত আব্দুর রহমান।
১১ টি পদে দুইটি প্যানেলে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এসময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন এস আই মনজুরুল ইসলাম, এ এস আই নাজমুল হোসেন সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মোক্তার হোসেন, সোলাইমান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব রানা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, ও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান আহমেদ, আফছার আলী, নাছির উদ্দিন, আবুল খায়ের ও সোহেল রানা।
থানার এস আই মনজুরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।