এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে সোমবার বগুড়ার কাহালু পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে জণগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান নিজে হ্যান্ড মাইক নিয়ে সচেতনতামূলক প্রচারনা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির, এস আই মহিউদ্দিন, খোকন চন্দ্র ভৌমিক, এ এস আই জাহিদুল ইসলাম, প্রদীপ কুমার সাহা সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
তিনি বলেন, আসুন আমরা ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করি এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলি। নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করি। কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল-জরিমানার কথাও বলেন তিনি।