অনুসন্ধানবার্তা ডেস্ক :
মা হতে চলেছেন নুসরত জাহান। আর তাই নিজের মত করে সময় কাটাচ্ছেন এই নায়িকা। শুটিংও করছেন, ঘুরতেও যাচ্ছেন। নিজের ক্যারিয়ারের সেরা চরিত্র বেছে নিয়ে, অভিনয়ের দৃশ্য দিয়ে কোলাজ তৈরি করেছেন নুসরতের ফ্যান ক্লাবের সদস্যরা।
সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন নুসরত। যেখানে তার চরিত্রগুলো একে অপরের থেকে কতটা আলাদা তারই উদাহরণ রয়েছে এই ভিডিয়োয়। ‘ক্রিস ক্রস’ এ একজন লড়াকু মেয়ের চরিত্রে ছিলেন তিনি, ‘আমি যে কে তোমার’, ‘অসুর’, ‘ডিকশনারি’ সব ছবিতেই অন্যধারার চরিত্রে অভিনয় করেছেন নুসরত।