সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, এবিএম শাহজাহান চৌধুরী, মোজাফ্ফর হোসেন, মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, মোকলেসার রহমান, মাহমুদ হাসান তৌফিক, বুড়িগঞ্জ ইউপি প্যানেল চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরীন রহমান প্রমুখ।