জুয়েল রানা, স্পোর্টস রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভালভাবে সম্পন্ন করতে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে।
তাই আগামী ২৯ জুলাই ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। তবে তাদেরকে থাকতে হবে ২ দিনের কোয়ারেন্টিনে।
আগামী ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। এরই মধ্যে সফরের চূড়ান্ত সময়সূচি অস্ট্রেলিয়াকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী ২-১ দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে। এরপরই প্রকাশ করা হবে সিরিজের চুড়ান্ত সময়সূচি।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার শর্ত মেনে সফরকারীদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রস্তুত করেছে বিসিবি। কোয়ারেন্টিন শেষে ২ দিন অনুশীলন করেই মাঠের লড়াইয়ে নামবে অস্ট্রিলিয়ান ক্রিকেট দল।