ধুনটে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো: নাজমুস শোয়েব। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নাটোরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শানু আকন্দের দলকে ৬ উইকেটে হারিয়ে সিরাজগঞ্জের সিনিয়র সহকারী জজ সোহেল রানার দল বিজয়ী হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো: নাজমুস শোয়েব।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর সিনিয়র সহকারী জজ রাসেল মাহমুদ, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী জজ সোহেল রানা, নাটোরের জুডিশিয়াল ম্যাজিষ্টেট শানু আকন্দ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ, ইউপি সদস্য মিজানুর রহমান মজনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিন তালুকদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ। খেলায় দুটি দলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। খেলা পরিচালনা করেন জ্যাকি আকন্দ।