বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ১৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।
করোনায় মারা যাওয়া ব্যক্তির নাম আসাদুল্লাহ (৯০)। বগুড়া সদরের এই বাসিন্দা টিএমএসএস হাসপাতালে মারা যান।
এছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ৬২২ নমুনায় নতুন করে আরও ১৭০ জন করোনা পজেটিভ হয়েছেন।
সোমবার (২৬ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।