এমএ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো: মোশারফ হোসেন এর সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর সাবেক নৌ বাহিনীর প্রধান মরহুম মাহবুব আলী খানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাহালুতে বিএনপির উদ্যোগে শনিবার বাদ আসর স্টেশন জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর ফেরদৌস আলম, কাহালু পৌর বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ফকির, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান,
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি প্রভাষক কুতুব শাহাাব উদ্দিন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা সমবায়দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাঈফ, যুবদল নেতা মিলন সরদার, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।