স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৯ গ্রাম হেরোইন সহ আব্দুল বারী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে বগুড়া জেলা সদরের চারমাথা ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল বারী বগুড়া জেলার গাবতলী থানাধীন কামারচত্ত গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে।
বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আব্দুল বারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।