অনুসন্ধানবার্তা ডেস্ক :
আফগানিস্তানের কাবুল দখলের পথে এগোচ্ছে তালেবান দেশটি। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই একের পর এক এলাকা দখল করছে তালেবান।
ইতোমধ্যেই আফগানিস্তানের কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে পৌঁছেছে তালেবান। তাই খুব শিগগরিই কাবুলের পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাই আফগানিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে আনতে মার্কিন সেনাদের অগ্রগামী একটি দল সেখানে পৌঁছেছে।
মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ হাজার সৈন্যের প্রথম দলটি শনিবার কাবুলের কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি সৈন্যরাও আফগানিস্তানে পৌঁছাবে।
এদিকে মার্কিন গোয়েন্দা এক প্রতিবেদনে জানিয়েছিল যে, ৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান।
অন্যদিকে আফগান সরকারি বাহিনীর কাছ থেকে আরও পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। এ নিয়ে গত শুক্রবার থেকে আফগানিস্তানের মোট ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টিই দখল করে নিয়েছে তালেবান।