অনুসন্ধানবার্তা ডেস্ক :
সশস্ত্রগোষ্ঠী তালেবান আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর হাজার হাজার মানুষ ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে।
আর এই বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছুড়ছে। এতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: রয়টার্সের।
সোমবার (১৬ আগস্ট) আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে সেখানে কি ঘটেছিল।
এদিকে, অফগান নাগরীকদের অভিযোগ, মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন।
জানা গেছে, রবিবার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় সশস্ত্রগোষ্ঠী তালেবান। এর পর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগান নাগরিকরা। অনেকে বিমানে চড়তে পারলেও এখনো কয়েক লাখ মানুষ অপেক্ষা করছেন।