স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুঞ্জিল আলী সরকার (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, প্রবীণ এই নেতা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল একজন ত্যাগী নেতাকে হারালো।
বগুড়া জেলা ছাত্রলীগ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।