শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আর রশিদ সুমনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোহাম্মাদ আসিফ সরকার।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক শাহজাহান মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, শাহাদত হোসেন সাদ্দাম,
গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রায়হান সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক তৌফিক আহম্মেদ শাওন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউজ্জামান শাকিল, মুরাদ সরকার মিকাত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।