অনুসন্ধানবার্তা ডেস্ক :
ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠান ওয়ালমার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই চলচিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির হয়ে প্রচারণা চালানোর জন্য চুক্তিবদ্ধ হন তিনি।
এদিকে এর পাশাপাশি অপু বিশ্বাস বেশ কিছু সিনেমাতেও কাজ করছেন। সে সব নির্মানাধীন সিনেমার মধ্যে রয়েছে- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ছায়াবৃক্ষ’, ‘শর্টকাট’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈসা খাঁ’। এর সবের মধ্যে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ছায়াবৃক্ষ’, ‘শর্টকাট’ সিনেমার কাজ শেষ। এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।
সিনেমায় কাজ করার পাশাপাশি অপু বিশ্বাস ওয়ালমার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে ও মডেল মালা খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্টের পণ্য পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। সুলভ মূল্যে প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যের সুনাম ছড়িয়ে পড়ুক।’