অনুসন্ধানবার্তা ডেস্ক :
ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টূর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে কিরগিজস্তানের কাছে বাংলাদেশ পরাজিত হয়েছে।
এর ফলে টানা দুই পরাজয়ে টূর্ণামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশের কোচ জেমি ডে একাদশে পরিবর্তন এনেছিলেন। কিন্তু তাতে তাদের খুব একটা লাভ হয়নি। খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিরগিজস্তান।
খেলার দ্বিতীয়ার্ধে কিরগিজস্তান আরও দু’টি গোল করে। তবে বাংলাদেশ একটি গোল শোধ করলেও তাতে পরাজয় এড়াতে পারেনি। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল।
খেলায় কিরগিজস্তান প্রাধান্য বিস্তার করে আরো অনেক গোলের সুযোগ তৈরী করেছি। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দক্ষতায় আরও গোল খাওয়া থেকে বেঁেচ গেছে বাংলাদেশ।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।