বগুড়া জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে যাচ্ছেন নারী সহ ৭১ জন

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ পেতে যাচ্ছেন বগুড়া জেলার ১১ জন নারী ও ৬০ জন পুরুষ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কনস্টেবল পদে নিয়োগের নতুন নিয়ম সংক্রান্ত বিষয়ে পুলিশ লাইন্স মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-সেবা)।

তিনি জানান, ‘চাকরি নয়, সেবা’ হচ্ছে এবারের মূলমন্ত্র। তাই এই মানুষিকতা সম্পন্ন সৎ, সাহসী, শারীরিক ও মানুষিকভাবে যোগ্য প্রার্থীরাই শুধু নিয়োগ পাবেন। তবে চাকরি নিতে কোন আর্থিক লেনদেনে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়োগ বাতিল করা হবে বলেও জানান তিনি।

এসময় তিনি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিন, দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হন।

প্রেস ব্রিফিংকালে বগুড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।