অনুসন্ধানবার্তা ডেস্ক :
সতীর্থ ভালবুয়েনার ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেঞ্জেমাকে এক বছরের সাজা প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে ‘সেক্সটেপ’ কাণ্ডে আদালত ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
২০১৫ সালে আর্মেনিয়ার বিরদ্ধে এক প্রীতি ম্যাচের আগেই বেঞ্জেমার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনেন ভালবুয়েনা।
গত ২০ অক্টোবর এই মামলার শুনানি শুরু হয়। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে বেঞ্জেমা ব্যস্ত থাকায় এদিন কোর্টে উপস্থিত না থাকলেও ভালবুয়েনা উপস্থিত ছিলেন। অবশেষে আদালত বেঞ্জেমাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সাজা প্রদান করেন আদালত।
কিন্তু এই রায় বেঞ্জেমার আইনজীবি মানতে রাজি নন। তিনি মামলাটি উচ্চ আদালতে আপিল করার কথাও জানিয়েছেন। বেঞ্জেমার আইনজীবির পক্ষ থেকে এই রায়ের পর জানানো হয়, আমরা এই রায়ে সকলেই সম্পূর্ণভাবে হতবাক। এর বিরুদ্ধে আপিল করাটা জরুরি। এই আপিল করলে নিশ্চয়ই বেঞ্জেমা নির্দোষ প্রমাণিত হবে।
এদিকে যদিও আদালতের রায়ের আগে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট নোয়েল লি গ্রেট জানিয়েছিলেন, দোষী প্রমাণিত হলেও বেঞ্জেমার জাতীয় দলে খেলার ক্ষেত্রে বাধা থাকবে না।