অনুসন্ধানবার্তা ডেস্ক :
জাপানের ওসাকা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সূত্র: দ্য গার্ডিয়ানের।
সংবাদমাধ্যমটি জানায়, জাপানের ওসাকা শহরের ওই ভবনটি জেআর ওসাকা স্টেশনের কাছে অবস্থিত। ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
ওই শহরটির একজন প্রত্যক্ষদর্শী জানান, বাহিরের দিকে তাকিয়ে দেখি ওই ভবনের চতুর্থ তলায় কমলা রঙের শিখা জ্বলছে। মুহূর্তেই দেখলাম, ষষ্ঠ তলার জানালা দিয়ে একজন নারী হাত নেড়ে সাহায্য চাইছে। প্রচুর ধোঁয়া দিয়ে এলাকা ছেয়ে যায়। ঘটনার পরপরই প্রচুর ফায়ার ট্রাক এবং অ্যাম্বুলেন্স পৌঁছায়।
দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানায়, আগুন ছড়িয়ে পড়ার পর ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। উদ্ধারকৃত ২৮ বাসিন্দার মধ্যে ২৭ জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি তারা।