অনুসন্ধানবার্তা ডেস্ক :
১০১ টাকার কাবিনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজের বিয়ের আনুষ্ঠানিকতা।
শনিবার (২২ জানুয়ারি) রাতে নিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আলোচিত এই দম্পতি।
তবে এরআগে সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা পরীমনি। বাবা হতে চলেছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ এই খবরটি পুরো নেট দুনিয়ায় একটা ঝড় বয়ে যায়। আর গত শুক্রবার রাতে হলুদ সন্ধ্যা ও শনিবার রাতে তাদের বিয়ের ছবিগুলো আবারো ভাইরাল হয় নেট দুনিয়ায়।
বিয়েতে অতিথি হিসেবে ছিলেন চলচিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে পরিবারের স্বজনরাও।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ে হয় রাজ-পরীর।
চলচিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই বিয়ের অনুষ্ঠান আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, তারা আগেই বিয়ে করেছেন।