রাজশাহী ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমান হেরোইনসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : রাজশাহী
রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক অভিযানে ৭৬৫ গ্রাম হোরোইনসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

জানাগেছে, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ডিবির ওসি খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) শামীম হোসেন সহ সঙ্গীয় ফোস নিয়ে গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী রাসেল (২৩) এবং রফিকুল ইসলাম রাফি (২৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেল গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর এলাকার আবু তালেরের ছেলে এবং রাফি জোত জয়রাম (আয়নাপুকুর) এলাকার নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে ডিবির ওসি খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে ৭১৫ গ্রাম হেরোইন সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর (৬নং ওয়ার্ড) এলাকার মোখলেছার রহমানের মেয়ে মুক্তি পারভীন (২০) এবং একই এলাকার মোখলেছার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৫২)।

রাজশাহী ডিবির ওসি মো: খাইরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।