নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
আজ প্রচারিত হতে যাচ্ছে দেশের খ্যাতিমান উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদে দর্শকদের জন্য বাড়তি আনন্দ দিতে প্রতি বছরই নতুন কোন চমক দেখান হানিফ সংকেত। এবারও তার ব্যক্তিক্রম হবে না।
বুধবার (৪ মে) বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের রাত ৮টার সংবাদের পর ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ একযোগে প্রচার হবে।
এবারের ‘ইত্যাদি’ অনুষ্ঠান চিত্রধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। স্টেডিয়ামের প্রায় এক ভাগ জুড়ে নান্দনিক সেট নির্মাণ করে এর চিত্রায়ন করা হয়েছে। এতে দর্শকদের মুখোমুখি হতে দেখা যাবে জনপ্রিয় দুই তারকা অপূর্ব ও পূর্ণিমাকে।
‘ইত্যাদি’ অনুষ্ঠান রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এছাড়া হানিফ সংকেত একটি দেশের গানও সুর করেছেন ইত্যাদির জন্য। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, শুভ্র দেব, এসআই টুটুল, বাপ্পা মজুমদার ও রবি চৌধুরী।