বগুড়ায় ভোটে পরাজিত হয়ে দোকানে হামলা, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোটে পরাজিত হয়ে ইউপি সদস্যের দোকানে হামলা হয়েছে। এ সময় বাঁধা দেওয়ায় ইউপি চেয়ারম্যানসহ ২ জন আহত হয়েছে। সোমবার (২৩ মে) ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার আটমুল বন্দরে।

জানা যায়, সোমবার উপজেলার নান্দুড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়ে। এ নির্বাচনে আওয়ামীলী নেতা মিজান রহমান মিজান ও মিজানুর রহমান রঞ্জু ২টি প্যানেল অংশ নেয়।

মিজানুর রহমান মিজান এর প্যানেল ভোটে নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষ বেলাল হোসেন রঞ্জু সহ তার লোকজন আটমুল বন্দরে ইউপি সদস্য কাজল এর দোকানে হামলা চালায়। এসময় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন রঞ্জু সহ তার লোকজনকে ভাংচুর করতে নিষেধ করায় তারা চেয়ারম্যানের উপর চড়াও হয়ে মারপিট করে।

একপর্যায়ে রাজু নামে যুবক কাঁচের বোতল ছুড়লে চেয়ারম্যান এর বাম চোখে লেগে গুরুতর আহত হয়। বর্তমানে চেয়ারম্যান বেলাল শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শাকিব নামের এক কলেজ ছাত্র আহত হয়েছে।

ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, রঞ্জু ভোটে পরাজিত হয়ে অতর্কিতভাবে তারা কাজলের দোকানে হামলা চালায়। আমি তাদের বাঁধা দেওয়ায় আমাকেও মারপিট করে আহত করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।