নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
রাজশাহী বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লীগে আবারো চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ দল।
সোমবার (২৩ মে) পাবনা এডওয়ার্ড কলেজে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় জয়পুরহাট জেলা দলকে ১১০ রানের ব্যবধানে পরাজিত করে বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ।
তবে গত টুর্নামেন্টেও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।
এই জয়ে দলের খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।