অনুসন্ধানবার্তা ডেস্ক:
বাংলাদেশের মুদ্রাবাজারে মার্কিন প্রতি ১ ডলারের দাম ৮৯ টাকা নির্ধারন করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের ব্যাংক সমুহে ১ ডলারের ক্রয়মূল্য ৮৯ টাকা এবং বিক্রয়মূল্য ৮৯ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর এই দুই রেটের সমন্বয় করে একচেঞ্জ হাউজগুলো ডলার বিক্রি করবে।
তবে এর আগে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে আন্তঃব্যাংকগুলো এই সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাকের গভর্নর ফজলে কবির।
এব্যাপারে একাধিক ব্যাংকার জানিয়েছেন, সংকট কাটাতে সভা ডাকা হয়েছিল। তবে সভার এমন সিদ্ধান্তে সংকট আরও বাড়বে। কারণ এত কম দাম হলে প্রবাসী আয় বৈধ পথে আর দেশে আসবে না। ডলারের দাম কম হওয়ায় রপ্তানি আয়ও বাধাগ্রস্ত হবে।